গত কয়েকটা দিন দেশের বিনোদন জগত ঘুরপাক খেয়েছে একই ঘটনাকে কেন্দ্র করে। রণবীর আলিয়ার বিয়ে (Ranbir Alia Wedding)। বিয়ে সম্পন্ন হয়েছে রাজকীয় ভাবে। তা, সেই বিয়ের সঙ্গে জুড়ে রয়েছেন কলকাতার এক নাম, জানেন কি? না সব্যসাচী মুখার্জি ছাড়াও আরও একটা নাম। ডলি জৈন (Dolly Jain)। বরের মা, মানে নীতু কাপুরকে (Neetu Kapoor) বিয়ের দিন শাড়ি পরানোর দায়িত্ব ছিল ডলির। সেই কাজটি করে বিস্তর প্রশংসাও কুড়িয়েছেন ডলি।
বিয়ের পর কলকাতায় আসা ডলির। ঝুলিতে রয়েছে ৩২৫ রকমের শাড়ি পরানোর বিশ্ব রেকর্ড। ক্যাটরিনা থেকে দীপিকা, সকলকেই শাড়িতে অনন্যা করে তোলার পেছনে রয়েছে ডলির হাত।
বিয়ের পরই 'ছাঁইয়া ছাঁইয়া'-র তালে রণবীর-আলিয়ার, ভাইরাল হল ভিডিও
শ্রীদেবী একবার ডলির কাছে শাড়ি পরে বলেছিলেন, তাঁর হাতে জাদু আছে। যদিও ডলি বিশ্বাস করেন, আসল জাদু শাড়িতেই।