ডিজাইনার মাসাবা গুপ্তা'র বিয়ে উপলক্ষে প্রথমবার প্রকাশ্যে এলো তাঁদের গোটা পরিবার। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর মা নীনা গুপ্তা লিখলেন- 'কন্যা, নতুন পুত্র, পুত্রের মা, পুত্রের বোন, কন্যার বাবা, আমি এবং আমার স্বামী'।
চার দশক আগে তাঁদের সম্পর্ক নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল চারদিকে। নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডসের সেই সম্পর্ক থাকাকালীনই জন্ম হয় মাসাবা গুপ্তার। মাসাবার জন্ম এবং তারপর বেড়ে ওঠা- পুরোটাই ছিল সমাজের বিভিন্নস্তরের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মাসাবার জন্মের পর ভিভিয়ান রিচার্ডস তাঁর দায়িত্ব নিতে অস্বীকার করেন। চার দশক আগের ভারতীয় সমাজের রক্ষণশীলতার রক্তচক্ষুকে সম্পূর্ণ উপেক্ষা করেই মাসাবাকে একাই মানুষ করেছিলেন নীনা। এক সময় তাঁর দায়িত্ব নিতে অস্বীকার করা ভিভের সঙ্গে মাসাবার সম্পর্কও বহুদিনই দারুণ।
অভিনেতা সত্যদীপ মিশ্রর সঙ্গে আইনিমতে বিয়ে হয় অভিনেত্রী নীনা গুপ্তার কন্যার মাসাবার। বিনা আড়ম্বরে কেবল পরিবারের সামনে নতুন জীবনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যুগল। মাসাবা এবং সত্যদীপ- দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৫ সালে মাসাবা বিয়ে করেছিলেন প্রযোজক মধু মন্তেনাকে। তবে ২০১৯ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সত্যদীপের সঙ্গে বিয়ের কয়েকদিন বাদে বিচ্ছেদ হয়ে গিয়েছিল অভিনেত্রী অদিতি রাও হায়দারির।