টলিউড পাড়ায় এখন ফেলুদার ছড়াছড়ি৷ সৃজিত মুখোপাধ্যায় থেকে অরিন্দম শীল- রজনী সেন রোডের বাসিন্দাকে নিয়ে কাজ করছেন অনেকেই। কিন্তু চারমিনার ভক্ত, যোগব্যায়ামে অভ্যস্ত, সুদর্শন বাঙালি গোয়েন্দার স্রষ্টা সত্যজিৎ রায়ের পরিবারের সদস্যের ছবিতে 'ফেলুদা' হওয়া কি একটু অন্যরকম অভিজ্ঞতা? একটু বেশিই গর্বের? ইন্দ্রনীল দাশগুপ্তের কথায় তো তেমনই ইঙ্গিত।
গরমের ছুটিতে সন্দীপ রায়ের পরিচালনায় বড় পর্দায় আসছে ফেলুদার 'নয়ন রহস্য'। ফেলুদার চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তোপসের চরিত্রে আয়ুষ দাস। জটায়ু ওরফে রহস্যরোমাঞ্চ লেখাক লালমোহন গাঙ্গুলির চরিত্রে অভিজিৎ গুহ। আগামী ১০ মে মুক্তি পাবে নয়ন রহস্য। শুক্রবার রিলিজ হল ট্রেলার। তার আগে ইন্দ্রনীল বললেন, "রায়পরিবারের ফেলুদা হতে পেরে তিনি গর্বিত।"
সত্যি বলতে কী, শুধু ফেলুদা বা প্রফেসর শঙ্কুই তো নয়, বাংলার সাংস্কৃতিক মানচিত্রে রায় পরিবারের অবদান বিরাট। উপেন্দ্রকিশোর, সুকুমার হয়ে সত্যজিৎ- বাঙালি কৃতজ্ঞ থাকবে এই পরিবারের কাছে। এত ফেলুদার ভিড়ে নিজেকে আলাদা করতেই কি ইন্দ্রনীল উল্লেখ করলেন রায় পরিবারের কথা?
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজেশ শর্মাকে। থাকবেন দেবনাথ চট্টোপাধ্যায়ও। নয়নের চরিত্রে অভিনয় করবে ক্লাস সিক্সের ছাত্র অভিনব বড়ুয়া।