সম্পর্কের দীর্ঘ টানাপড়েনের পর সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নিজেদের মধ্যে মিটমাট করে নিতে চলেছেন বলি তারকা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। কারণ দীর্ঘদিন তাঁদের দুই সন্তান ইয়ানি ও শোরার পড়াশোনা বন্ধ রয়েছে। তাই এই মধ্যস্থতার সিদ্ধান্ত।
যদিও সন্তানদের দায়িত্ব কে পাবেন সেই সিদ্ধান্ত নিতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। আগামী ৩ এপ্রিল নওয়াজ় ও আলিয়াকে তাঁদের দুই সন্তান-সহ নিয়ে বম্বে হাইকোর্টে হাজির হওয়ার আদেশ দিয়েছে বিচারক রেবতী মোহিতে দেরে ও বিচারক শর্মিলা দেশমুখের ডিভিশন বেঞ্চ।জানা গিয়েছে, বেশ কিছু বছর ধরেই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির এবং তাঁর স্ত্রী আলিয়ার সম্পর্কে্র টানাপোড়েন চলছে। যা নিয়ে বহু জলঘোলা হয়েছে। এমনকি তাঁদের বিবাহবিচ্ছেদের খবরও পাকা করেছেন এই দম্পতি।
তবে, স্ত্রী আলিয়ার বিরুদ্ধে যে মানহানি করেছিলেন অভিনেতা তা প্রত্যাহার করতে রাজি হয়েছেন তিনি। এমনকি ১০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলাও ফিরিয়ে নিতে রাজি হয়েছেন। সন্তানদের কথা ভেবেই দুই পক্ষই আপাতত সামঝোতার পথে হাঁটতে রাজি হয়েছেন।