টলিউডের মিষ্টি জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। তাঁদের খুনসুটির নানা মজার মজার ভিডিয়ো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকেরা৷ শুক্রবার অর্থাৎ ৩১ মার্চ ছিল ঐন্দ্রিলার জন্মদিন। তাঁদের আসন্ন ছবি 'লভ ম্যারেজ'এর একটি গানের সঙ্গে মিষ্টি প্রেমের ভিডিয়ো পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, 'জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। এইভাবেই যত্ন করে আগলে রাখবো তোমাকে। খুব ভালো থেকো আর হ্যাঁ আমার হয়ে থেকো। অনেক অনেক সফলতা পাও যাতে আমি আমার ভাত কাপড়ের দায়িত্ব তোমাকে দিতে পারি।'
Sushmita Sen: বিশ্ব বাজাবে 'তালি', ট্রান্সজেন্ডার দিবসে রূপান্তরকামীদের পাশে সুস্মিতা সেন
সম্পর্কের প্রায় এক যুগ কাটিয়ে ফেলেছেন ঐন্দ্রিলা অঙ্কুশ। এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে তাঁদের ছবি 'লভ ম্যারেজ '। ছবিতে অঙ্কুশ ঐন্দ্রিলা ছাড়াও রয়েছেন রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য।