ফের টলিপাড়ায় প্রেমের গুঞ্জন। অভিনেত্রী গীতশ্রী রায়, অনেকেই আজও তাকে 'রাশি' নামেই চেনেন। এবার নাকি প্রেমে পড়েছেন অভিনেত্রী। ‘বেঙ্গালুরু এফসি’-র ফুটবল তারকা প্রবীর দাসের সঙ্গেই কি সম্পর্ক জমাট বেঁধেছে অভিনেত্রীর? আসলে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তাদের একাধিক রিল ভিডিয়ো, ছবি পড়ে চোখে৷ তবে প্রেমের কথা দুজনের কেউই কবুল করেননি।
Isha Saha: 'ভাল থাকাটা গুরুত্বপূর্ণ, ভালোবাসাকে কি পরকীয়া বলা যায়?', সম্পর্ক-কাজ নিয়ে মুখ খুললেন ইশা
প্রবীরের জন্মদিনে উপস্থিত ছিলেন গীতশ্রী৷ সেখানে প্রবীরের কিছু বন্ধুও ছিলেন। গীতশ্রীকে স্পষ্ট বলতে শোনা যায়, “প্রবীর খুব ভাল মানুষ। হ্যাঁ, আমি ওকে ভালবাসি।” তবে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে আনন্দবাজার অনলাইনকে গীতশ্রী জানান, 'আমদের সম্পর্কটা বন্ধুত্বের থেকেও খানিকটা বেশি। এখনই বিয়ের কোনও কথা নেই। ফুটবল আমি ছোট থেকেই ভালবাসি। ‘ এই মুহূর্তে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এর শ্যুটিং-এ ব্যস্ত অভিনেত্রী। শনিবার আইএসএল ফাইনাল, ঘরের টিম এটিকে মোহনবাগানের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। বর্তমানে গোয়াতে আছেন দুই দলের সদস্যরা। টিমের সঙ্গেই আছেন প্রবীর দাস।