পর্দা পড়ে গিয়েছে, মঞ্চ ছেড়ে গ্রিনরুমে ফিরেছেন ‘হ্যামলেট’ ওরফে ঋদ্ধি সেন। শো শেষে গ্রিনরুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অভিনেতা তথা থিয়েটার কর্মী দেবশঙ্কর হালদার। তারপরেই কোনায় দাঁড়িয়ে ঋদ্ধির সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। বৃহস্পতিবার অনুজ ঋদ্ধিকে তিনি আসলে যা বলতে চেয়েছিলেন তা শুক্রবার নিজের হাতে চিঠি লিখে জানালেন দেবশঙ্কর বাবু।
Padatik First Look: অবিকল চাহনি, চশমা! মৃণাল বেশে চঞ্চলকে চেনা দায়, প্রকাশ্যে ‘পদাতিক’এর ফার্স্ট লুক
‘হ্যামলেটে’ ঋদ্ধির অভিনয় দেখে মুগ্ধ তিনি। সেই মুগ্ধতা প্রকাশ করতেই ঋদ্ধিকে নিজের হাতে চিঠিতে দেবশঙ্কর বাবু লিখলেন, ‘‘কথার পর কথা সাজানো হাজারদুয়ারি। হাওয়ার একগুঁয়ে হামলায় এ বার ধসে পড়ল। এখন আমার সামনে রয়েছে একটা ঝড়ঝাপটা দাগা মুখ আর শরীর। তাকে আমি একতাল অন্ধকারে বুকের কাছে রেখেছি। এখন শব্দের ঘেরাও থেকে বেরিয়ে এসেছি, কে আর আমাকে থামাতে পারে? এই ভালোবাসাকে বুকে নিয়ে আমি নক্ষত্রলোকে পাড়ি দেব। সেই আলোক সংকেত পাওয়ার জন্য, সেই হৃদয়বার্তা শোনার জন্য আমার যেটুকু অপেক্ষা। এতকাল আমি ছন্নছাড়া দিনের সঙ্গে পাল্লা দিয়ে ঊর্ধ্বশ্বাস ছিলাম। এ বার উধাও গানের ঢেউ জড়িয়ে আমার চলা শুরু এবং আমার পা ফেলার সঙ্গে সঙ্গে তারাফুল ঝরার পালা। ‘স্বপ্নসন্ধানী’র ‘হ্যামলেট’ দেখে অরুণ মিত্রর এই কবিতাটি নাটকের সকল কলাকুশলী এবং অবশ্যই ঋদ্ধির জন্য।’’ এই চিঠি পেয়ে বাকরুদ্ধ ঋদ্ধিও।