মুথিয়া মুরালিধরণের বায়োপিক '৮০০' মুক্তি পাচ্ছে আগামী অক্টোবরে। তারই প্রচারে আগামী বৃহস্পতিবার কলকাতায় আসছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার। ছবির প্রচারে কলকাতা আসবেন, আর মহারাজের সঙ্গে দেখা করবেন না, হয়? শোনা যাচ্ছে, ছবির প্রচারে দেখা যাবে সৌরভকেও।
শ্রীলঙ্কার স্পিনারের বায়োপিকে মুরলিধরণের ভূমিকায় দেখা যাবে স্লামডগ মিলিয়নেয়ার খ্যাত মধুর মিত্তালকে । তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর।
Tiger 3 Teaser Releases : নিজেকে দেশের এক নম্বর শত্রু বললেন সলমন ! এল 'টাইগার'-এর বার্তা
ছবির নাম কেন ৮০০? টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে মুরলিধরণের। ছবিতে যেমন রয়েছে তারকার ২২ গজের নানা গল্প, আবার আছে তার বাইরের ব্যক্তিগত জীবনের নানা অজানা কাহিনী।