একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে 'হইচইয়ে' সিজন ৬ এ। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে হইচই। এই ওয়েব সিরিজগুলির মধ্যে একটি হল 'মিস্টার কলকেতা'। এই সিরিজে প্রথম বারের জন্য জুটি বাঁধতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী ও রাজনন্দিনী পাল। সিরিজটি লিখেছেন সুরজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালনা করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়।
শুধু 'মিস্টার কলকেতা' নয়। ঋত্বিক-রাজনন্দিনীর অভিনয় করা আরও দুটি ওয়েব সিরিজ আসতে চলেছে হইচইয়ে। যার মধ্যে রয়েছে 'গোরা'। এটি একটি গোয়েন্দা গল্পের সিরিজ। যার মুখ্য চরিত্র ঋত্বিক। এছাড়াও এই সিরিজে রয়েছেন ইশা সাহা। অন্যরকম এই গোয়েন্দা সিরিজের প্রথম সিজন বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। কাজেই দ্বিতীয় সিরিজের ঘোষণায় পর যে দর্শক মুখিয়ে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে, রাজনন্দিনী অভিনীত বৈবাহিক ধর্ষণ নিয়ে তৈরি ওয়েব সিরিজ 'সম্পূর্ণা'-র ও দ্বিতীয় সিজন আসতে চলেছে। এই সিজনে নন্দিনী ও সম্পূর্ণার জীবনের আরও এক নতুন লড়াই দেখানো হবে। রাজনন্দিনীর সঙ্গে মুখ্যচরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে (Sohini Sarkar)।