১০০ টাকারও কমে সিনেমা দেখবেন ? যে কোনও সিনেমা, যে কোনও শো মাত্র ৯৯ টাকায় । স্বপ্নে নয়, বাস্তবেই এমনটা ঘটতে চলেছে খুব শীঘ্রই । আগামী মাসে একটা দিন দেশের সিনেপ্রেমীরা এই সুযোগ পাবেন । আসলে ১৩ অক্টোবর ন্যাশনাল সিনেমা ডে (National Cinema Day) । ওই দিনই কম দামে সিনেমার টিকিট পাওয়া যাবে দেশজুড়ে । এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (Multiplex Association of India) তরফে ।
পিভিআর, আইনক্স, সিনেপলিস, মিরাজ, মুভি টাইম-সহ ৪ হাজারের বেশি স্ক্রিনে ন্য়াশনাল সিনেমা ডে উদযাপন হবে । দর্শকরা মাত্র ৯৯ টাকায় সিনেমা দেখার সুযোগ পাবেন। সিনেমা হলে উপস্থিতি বাড়াতে MAI এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ।
মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে খবরটি শেয়ার করে লিখেছে, "ন্যাশনাল সিনেমা ডে ১৩ অক্টোবর ফিরে এসেছে। অবিশ্বাস্য সিনেমাটিক অভিজ্ঞতার জন্য ভারত জুড়ে ৪০০০-এরও বেশি স্ক্রিনে আমাদের সঙ্গে যোগ দিন । বন্ধু,পরিবারের সঙ্গে সিনেমা দেখার উপযুক্ত দিন ।"
আরও পড়ুন, Parineeti-Raghav Wedding: জলপথে বাসরে বরযাত্রী, পরিণীতির বিয়ের ফুল যাচ্ছে কলকাতা থেকে
গত বছর, ২৩ সেপ্টেম্বরে ন্যাশনাল সিনেমা ডে-তে ৬৫ লাখেরও বেশি দর্শক সিনেমাহলে গিয়ে সিনেমা দেখেছিলেন । বছরে ওই একটা দিনই থিয়েটারে সর্বোচ্চ উপস্থিতি ছিল । সব রেকর্ড ভেঙে দিয়েছিল । টিকিট কাউন্টারে ফের দেখা গিয়েছিল হাউসফুল বোর্ড । গত বছর ৭৫ টাকায় বিক্রি করা হয়েছিল সিনেমার টিকিট । একদিনেই ব্যবসা হয়েছিল প্রায় ৫০ কোটির কাছাকাছি ।