Editorji Exclusive: কুণাল ঘোষ-দেবাংশুর লেভেলে নামতে পারব না: মৌসুমী ভট্টাচার্য

Updated : Sep 16, 2024 12:23
|
Editorji News Desk

আরজি করের ঘটনায় তিলোত্তমার বিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে শুরু থেকেই গলা চড়িয়েছিলেন অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য। সম্প্রতি, সংবাদমাধ্যমে অভিনেত্রী শাসক দলের দুই সদস্য কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে সুর চড়ান। সেই ভিডিয়োর প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় মৌসুমীকে নিয়ে কুরুচিকর মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যের। 

এডিটরজি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কী বললেন মৌসুমী। 

অভিনেত্রীর কথায়, "আমি ওনাদের লেভেলে গিয়ে উত্তর দেব বলে মনে হয়? আমার একটা শিক্ষাগত যোগ্যতা আছে, আমায় কলকাতার, বাংলার অনেক মানুষ চেনেন। ন্যূনতম রুচিবোধ রয়েছে আমার। ওনাদের (কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য) মন্তব্যের উত্তর দিলে আমার মান সম্মান থাকবে না"

অভিনেত্রী আরও একবার স্পষ্ট করে দেন, তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তাঁদের পাশে রয়েছেন। শাসক দলের বিরুদ্ধে তিনি মুখ খুলবেন। অভিনেত্রীর কথায়, 'আমি চাই ওনারা ব্যক্তিগত স্তরে নেমে এমন নোংরামির পরিচয় আরও দিন, আমায় উত্তর দিতে হবে না, জনগণই উত্তর দেবেন। মানুষকে অসম্মান করার আগে ওনাদের দু'বার ভাবা উচিত। ওনারা চাইছেন, আমি ওনাদের পোস্টে গিয়ে দুটো বাজে কথা বলি, এটাই তৃণমূলের শিক্ষা। আমরা শিক্ষিত মানুষ, আমাদের এখনও অনেক বলা বাকি, এরপর উনি আমার পোস্ট, লেখা দেখে পাগলই হয়ে যাবেন"। 

সম্প্রতি, একটি অডিও প্রকাশ করে মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক নিয়ে জুনিয়র ডাক্তারদের মধ্যে মতানৈক্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন । যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি । এরই মধ্যে এক্স হ্যান্ডেলে আবারও একটি ভিডিও পোস্ট করেছেন কুণাল ঘোষ । যেখানে দেখা যাচ্ছে ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে । ভিডিওতে কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যকে কড়া ভাষায় আক্রমণ করতে শোনা গিয়েছে । ভিডিও পোস্ট করে ক্যাপশনে দেবাংশুকে ট্যাগ করে কুণাল লেখেন, 'তোর পাত্রী দেখার কাজ এগোব ? তোর সঙ্গে বেশ মানাবে'। দেবাংশু পোস্টটি শেয়ার করে মৌসুমীর উদ্দেশে আরও কদর্য ভাষায় আক্রমণ করেছেন । দেবাংশু লেখেন, 'সিরিয়ালে কাজ নেই । বদন বিগড়ে গিয়েছে', রীতিমতো এই ভাষায় মৌসুমীকে আক্রমণ করেছেন দেবাংশু । এমনকী, দেবাংশু এও লেখেন, তাঁদের নাম নিয়ে ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন মৌসুমী । 

কী ছিল ভাইরাল হওয়া মৌসুমীর ভিডিয়োতে?

আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন মৌসুমী ।  এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় কুণাল ও দেবাংশুকে  কড়া ভাষায় আক্রমণ করেন তিনি । সেই ভিডিও পোস্ট করেন বলেন,  'এই যে কুণাল ঘোষ, আর দেবাংশু, যেদিন মানুষ তাঁদের হাতে পাবে, কে বাঁচাবে ওদের দেখব । মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে আসবে না ।'

কুণাল কী লিখলেন ?

কুণাল ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'হ্যাঁরে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।'

দেবাংশু কী লিখলেন ?

কুণালকে উদ্দেশ্য করে লেখেন, 'তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি ! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল.. টিকবে কি? বিনয় কোঙারের মতো "লাইফ হেল" করে দেবে তো!' এরপরই তাঁর কুরুচিকর মন্তব্য, 'এমা.. দাঁড়াও দাঁড়াও.. বিবাহিত তো! সরি.. সিরিয়ালে কাজ নেই। বদন বিগড়ে গিয়েছে । ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গিয়েছে । আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক ।'

RG Kar Case

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ