সকালবেলার ব্যস্ততা, জরুরি কাজে বেরোবেন মোশারফ করিম। কিন্তু গাড়ি কই? চুরি হয়ে গিয়েছে তাঁর গাড়ি! তবে হ্যাঁ একটু ভুল বললাম, কারণ এ- সবই রিল লাইফের ঘটনা। ইদে আসছে হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘দৌড়’। সেখানেই মোশারফ অভিনীত চরিত্রের নাম রুহুল আমিন।
শুধু কি গাড়িই বেপাত্তা? না রাহুল এবং তাঁর স্ত্রী অহনার একমাত্র সন্তান সায়ন খেলতে খেলতে গাড়িতে লুকিয়েছিল, সে-ও নিরুদ্দেশ! রুহুল এখন কী করবে? উত্তর মিলবে ‘দৌড়’-এ। ওয়েব সিরিজের সদ্য প্রকাশিত ঝলক শোরগোল ফেলেছে ইতিমধ্যেই।
এই প্রথম কোনও ওয়েব সিরিজে রিল আর রিয়াল লাইফ এক হচ্ছে মোশারফ করিম এবং স্ত্রী রোবেনা রেজা জুঁই-এর। জুঁই বাস্তবেই মোশারফের স্ত্রী, তিনিও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় মুখ।