তাঁর বক্তৃতা এবং গ্ল্যামার, দুইয়েরই অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অনেকেই তাঁর ফ্যাশন স্টেটমেন্টের প্রংশসাতেও পঞ্চমুখ। সম্প্রতি কংগ্রেস সাংসদ শশী থারুরের সঙ্গে আম হাতে তাঁর ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের শাড়ির প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় সরকার তথা সংসদ টেলিভিশনকে।
উজ্জ্বল গোলাপি সবুজ শাড়িতে সংসদে এসেই নিজের ছবি টুইট করেন মহুয়া, সঙ্গে খানিক শ্লেষাত্মক ভাবেই লেখেন, সংসদে ভাষণ দিতে এসে এত উজ্জ্বল শাড়ি পরার কারণ একটাই, সংসদ টিভি যেন তাঁর থেকে ক্যামেরা ঘোরাতেই না পারে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ফ্লাইং কিস'কে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়েছে সংসদ। রাহুল গান্ধীর বক্তৃতার সময় সংসদ টিভির ক্যামেরা তাঁর দিকে প্রায় ঘোরানোই হয়নি বলে অভিযোগ ওঠে, বৃহস্পতিবার সেই প্রসঙ্গের উল্লেখ না করেই তাঁদের পাল্টা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া। সংসদ টিভিকে তীব্র কটাক্ষ করে টুইট করেছেন তিনি।
বিরোধী সাংসদদের অভিযোগ, সংসদ টিভি তাঁদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে। মহুয়াও সেই অভিযোগ করলেন। তবে সবকিছু ছাপিয়ে গেল তাঁর ফ্যাশন স্টেটমেন্ট।