প্রজাপতি-তে তাঁর অভিনয় বাংলায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই বাঙালির আরেক আইকনিক চরিত্রে মিঠুন। চরিত্রটি অবশ্য বাঙালির নয়, তবে বাংলা সাহিত্যের অমর সৃষ্টিগুলির অন্যতম। রবীন্দ্রনাথের 'কাবুলিওয়ালা' উপন্যাসের রহমত খানের ভূমিকায় দেখা যাবে মিঠুনকে।
এর আগে বাংলায় ছবি বিশ্বাস, হিন্দিতে বলরাজ সাহানির মতো কিংবদন্তি অভিনেতাদের অভিনয় ভারতীয় সিনেমাতেও চরিত্রটিকে অমর করেছে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে মিঠুনের নাম।
এখনও পর্যন্ত পাওয়া খবর বলছে, এসভিএফ এর প্রযোজনায়, সুমন ঘোষের পরিচালনায় 'কাবুলিওয়ালার' শুটিং নাকি হতে পারে স্বয়ং কাবুলিওয়ালারই দেশে, মানে আফগানিস্থানেও।