বলিউডে অভিষেক হচ্ছে মিঠুন চক্রবর্তীর পুত্র নামাসির। রাজকুমার সন্তোষীর ছবি 'ব্যাড বয়'দিয়েই হিন্দি ছবির জগতে পা রাখছেন মিঠুন-পুত্র। নায়িকা আমরিন কুরেশিও একদম নতুন মুখ। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি দিয়েই বলিউডে খাতা খুলছেন মিঠুন-পুত্র।
একেবারে প্রথম অভিনয়, দর্শক মিঠুনের সঙ্গে তুলনা করবেন, জানেন নামাসি। কিন্তু ভয় পাওয়ার ছেলে তিনি নন। সম্প্রতি ছবির প্রচারে বাবার শহর কলকাতায় ঘুরেও গিয়েছেন। তখনই জানিয়েছেন, শুটিং-এর সেটে রোজ হাজির থেকেছেন ডিস্কো ড্যান্সার, তাই প্রাথমিক ভাবে শুটিং ফ্লোরে অস্বস্তি ছিলই।
পর্দায় 'ব্যাড বয়' ইমেজে ধরা দিলেও ছেলে হিসেবে তিনি নাকি 'গুড বয়', জানিয়েছেন নামাসি। ছবিতে নামাসির বাবার চরিত্রে রয়েছেন রাজেশ শর্মা, আর জাঁদরেল হবু শ্বশুরের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।