রাফিয়াথ রশিদ মিথিলা, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। এপার বাংলায় অবশ্য তাঁর আরও একটা পরিচয়, তিনি সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী। তা ইদে বন্ধুর থেকে অনেক দূরে মিথিলা। ভিডিও কলে চিংড়ি রাঁধা শেখাচ্ছেন সৌরভকে। ফোন রাখতেই চাইছেন না সৌরভ। ব্যাপার খানা কী?
আসলে পুরোটাই প্রোমোশনের অংশ। হইচইতে সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মন্টু পাইলট ২। সেখানেই মিথিলা-সৌরভ একে অন্যের বিপরীতে। খুশির ইদের তাঁদের মিষ্টি রসায়নের একটু ঝলক শেয়ার করা হয়েছে হইচই বাংলাদেশের তরফে।
তবে রিয়াল লাইফের ইদ উদযাপনে মিথিলা বেরিয়ে পড়েছেন সৃজিতের সঙ্গে। রয়েছেন মেয়ে আইরাও। গন্তব্য তাদোবা ন্যাশনাল পার্ক।