দীর্ঘ ১৪ সপ্তাহের প্রতীক্ষার অবশেষে অবসান! প্রায় সাড়ে তিনমাস পরে ফের বদল এল জনপ্রিয় মেগা সিরিয়ালের (Mega serials) শীর্ষ তালিকায়! স্টার জলসার (Star Jalsa) 'গাঁটছড়া'কে (Gaatchhora) পিছনে ফেলে ফের সামনে চলে এল জি বাংলার (Zee Bangla) 'মিঠাই'। স্পষ্টতই খুশি পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস সহ ইউনিটের সকলেই। ৯.৮ পয়েন্ট পেয়ে 'মিঠাই' (Mithai) পরিবারের সকলের মুখে যুদ্ধজয়ের হাসি আর বুকে স্বস্তির শ্বাস! সত্যি হল তাহলে!
আরও পড়ুন: বৃহস্পতিবার দিল্লির মুখোমুখি হওয়ার আগে প্র্যাকটিসে লখনউ সুপার জায়ান্টস, দেখুন ভিডিয়ো
অন্যদিকে, ৮.৯ পয়েন্ট পেয়ে রেটিং তালিকায় দ্বিতীয় স্থানে ‘গাঁটছড়া’ (Gaatchhora)। 'মিঠাই'-এর (Mithai) থেকে বেশ খানিকটা পিছনে। ধারাবাহিকটিতে রাহুল-দ্যুতির বিয়ে নিয়ে জোর চর্চা চলছে এখন। বরাবরের মতোই চোখ টেনেছে ঋদ্ধিমান-খড়ির টাটকা রসায়নও। তার পরেই রেটিং চার্টে পিছিয়ে গেল কেন ‘গাঁটছড়া’? প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কর্ণধার স্নিগ্ধা বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এমন ওঠা পড়া তো থাকবেই। টানা ১৪ সপ্তাহ ধরে বাংলায় সেরা ছিল 'গাঁটছড়া'। এগুলো সাময়িক।"
যদিও, ওয়াকিবহালমহলের মতে, আইপিএল-এর (IPL affected the TRP of serials) প্রভাব পড়েছে ছোট পর্দায়। তাই রেটিং চার্টে ধারাবাহিকের নম্বর এতটাই কমেছে।