মীর (Mir AfsarAli) ছাড়া সানডে সাসপেন্স (Sunday Suspense) ভাবাই যায় না । কিন্তু, সেই মীরের কণ্ঠেই আজ হয়তো শেষ সানডে সাসপেন্স শুনলেন শ্রোতারা । মন খারাপ তাঁর অনুরাগীদের । তাঁর কণ্ঠস্বর শুনে কেউ আবেগে ভাসলেন, কেউ আবার সানডে সাসপেন্স না ছাড়ার জন্য ফের অনুরোধ জানিয়েছেন মীরকে (Mir's Last Recording of Sunday Suspense) ।
আজ রবিবার । আরও একটা সানডে সাসপেন্সের দিন । এডগার অ্যালান পো-র গল্প ‘দ্য টেল টেইল হার্ট’ অবলম্বনে তৈরি হয়েছে এ সপ্তাহের সানডে সাসপেন্স । তবে, এটাই হয়তো সানডে সাসপেন্সের জন্য মীরের শেষ রেকর্ডিং । এদিন, ফেসবুকে সানডে সাসপেন্সের লিঙ্ক ও ছবি পোস্ট করেন মীর । যখন এই সপ্তাহের সানডে সাসপেন্সের জন্য রেকর্ডিং করছিলেন মীর, তখন হয়তো মির্চিতে তাঁর কয়েকদিন বাকি । সেই কথাই পোস্টে লিখেছেন মীর । লেখেন, "ছেড়ে বেরিয়ে আসার কয়েকদিন আগে রেকর্ড করা ।
আরও পড়ুন, New Bengali Movie : ঋত্বিকের নতুন লুকে সত্যজিতের ছোঁয়া, 'পরিচয় গুপ্ত' রাখতে কোন ছদ্মবেশে অভিনেতা ?
তিনি তখন জানতেন যে, এটাই তাঁর শেষ রেকর্ডিং মির্চিতে । তাই গল্প পড়তে গিয়ে বারবার তাঁর গলা চোকড হয়ে গিয়েছে বলে জানিয়েছে । তাঁর জন্য শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন । কিন্তু, দীর্ঘদিনের সঙ্গী মির্চিকে ছেড়ে যাওয়ার কথা কি তিনি কোনওদিন ভাবতে পেরেছিলেন ! শিকড় ছিঁড়ে বেরিয়ে আসার কষ্ট যে কতটা মারাত্মক, তা মীর ছাড়া আর কে বুঝবে ।
উল্লেখ্য, শুক্রবার সকালে মীর তাঁর ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন। সেখানেই দেখা যায় আকাশবাণীতে কাজ করার সময়ের মীরের একটি ছবি। সেই ছবির পাশে মীর লিখেছেন, '৬ অগাস্ট ১৯৯৪ থেকে ৩০ জুন ২০২২। রেডিওর জগতে সক্রিয় থাকা ২৭ বছর। এই ছবিটা আকাশবাণীতে প্রথম দিনের। ৬ই অগাস্ট ৯৪... টাইমস এফএম। আমায় শোনার জন্য সবাইকে ভালোবাসা ও ধন্যবাদ। তবে, মির্চি ছেড়েছি। রেডিও নয়। কষ্ট হচ্ছে, একটু ওই ৯৮.৩% মতো। একেবারে শেষ লাইনে লিখেছেন, ‘গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।’ আর এই লাইনের মধ্যে কোনও টুইস্ট আছে বলে মনে করা হচ্ছে। আর সেই টুইস্ট জানার জন্যই আপাতত, অধীর আগ্রহে বসে রয়েছেন অনুরাগীরা।