Mir Afsar Ali : মীরের কণ্ঠে সম্ভবত শেষ সানডে সাসপেন্স, মন খারাপ অনুরাগীদের

Updated : Jul 10, 2022 17:41
|
Editorji News Desk

মীর (Mir AfsarAli) ছাড়া সানডে সাসপেন্স (Sunday Suspense) ভাবাই যায় না । কিন্তু, সেই মীরের কণ্ঠেই আজ হয়তো শেষ সানডে সাসপেন্স শুনলেন শ্রোতারা । মন খারাপ তাঁর অনুরাগীদের । তাঁর কণ্ঠস্বর শুনে কেউ আবেগে ভাসলেন, কেউ আবার সানডে সাসপেন্স না ছাড়ার জন্য ফের অনুরোধ জানিয়েছেন মীরকে (Mir's Last Recording of Sunday Suspense) ।

আজ রবিবার । আরও একটা সানডে সাসপেন্সের দিন । এডগার অ্যালান পো-র গল্প ‘দ্য টেল টেইল হার্ট’ অবলম্বনে তৈরি হয়েছে এ সপ্তাহের সানডে সাসপেন্স । তবে, এটাই হয়তো সানডে সাসপেন্সের জন্য মীরের শেষ রেকর্ডিং । এদিন, ফেসবুকে সানডে সাসপেন্সের লিঙ্ক ও  ছবি পোস্ট করেন মীর । যখন এই সপ্তাহের সানডে সাসপেন্সের জন্য রেকর্ডিং করছিলেন মীর, তখন হয়তো মির্চিতে তাঁর কয়েকদিন বাকি । সেই কথাই পোস্টে লিখেছেন মীর । লেখেন, "ছেড়ে বেরিয়ে আসার কয়েকদিন আগে রেকর্ড করা ।  

আরও পড়ুন, New Bengali Movie : ঋত্বিকের নতুন লুকে সত্যজিতের ছোঁয়া, 'পরিচয় গুপ্ত' রাখতে কোন ছদ্মবেশে অভিনেতা ?
 

তিনি তখন জানতেন যে, এটাই তাঁর শেষ রেকর্ডিং মির্চিতে । তাই গল্প পড়তে গিয়ে বারবার তাঁর গলা চোকড হয়ে গিয়েছে বলে জানিয়েছে । তাঁর জন্য শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন । কিন্তু, দীর্ঘদিনের সঙ্গী মির্চিকে ছেড়ে যাওয়ার কথা কি তিনি কোনওদিন ভাবতে পেরেছিলেন ! শিকড় ছিঁড়ে বেরিয়ে আসার কষ্ট যে কতটা মারাত্মক, তা মীর ছাড়া আর কে বুঝবে ।

উল্লেখ্য, শুক্রবার সকালে মীর তাঁর ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন। সেখানেই দেখা যায় আকাশবাণীতে কাজ করার সময়ের মীরের একটি ছবি। সেই ছবির পাশে মীর লিখেছেন, '৬ অগাস্ট ১৯৯৪ থেকে ৩০ জুন ২০২২। রেডিওর জগতে সক্রিয় থাকা ২৭ বছর। এই ছবিটা আকাশবাণীতে প্রথম দিনের। ৬ই অগাস্ট ৯৪... টাইমস এফএম। আমায় শোনার জন্য সবাইকে ভালোবাসা ও ধন্যবাদ। তবে, মির্চি ছেড়েছি। রেডিও নয়। কষ্ট হচ্ছে, একটু ওই ৯৮.৩% মতো। একেবারে শেষ লাইনে লিখেছেন, ‘গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।’ আর এই লাইনের মধ্যে কোনও টুইস্ট আছে বলে মনে করা হচ্ছে। আর সেই টুইস্ট জানার জন্যই আপাতত, অধীর আগ্রহে বসে রয়েছেন অনুরাগীরা।

Sunday Suspensemir afsar aliRadio Mirchi

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ