কিছু কিছু আকস্মিক অঘটন শিল্পীদের সত্যিই নাড়িয়ে দেয়। যেমন নাড়িয়েছে ঐন্দ্রিলা শর্মার আক্সমিক চলে যাওয়া। দীর্ঘ লড়াই, অসম ছিল, তবু মিরাকলের আশা করেছিলেন অনেকেই। কিন্তু মৃত্যুর কাছে হার মানতেই হয়েছে ঐন্দ্রিলাকে। গপ্পো মীর-এর ঠেক এর নতুন এপিসোড মীর উৎসর্গ করলেন প্রয়াত অভিনেত্রীকেই।
রবিবার গপ্পো মীরের ঠেক-এর সপ্তম এপিসোডের লাইভ হওয়ার কথা থাকলেও ঐন্দ্রিলার মৃত্যুর পর তা বাতিল করেন মীর। ফেসবুকে পোস্ট করে অভিনেত্রীর পরিবারের প্রতি শোকজ্ঞাপনও করেন। রবিবারের পরিবর্তে মঙ্গলবার বসল 'গপ্পো মীরের ঠেক'। আর তা শুরু হল ঐন্দ্রিলাকে উৎসর্গ করেই। সেই লাইভের ভূমিকায় ঐন্দ্রিলার চলে যাওয়া নিয়ে বেশ কিছু কথাও বলেছেন মীর।
সম্প্রতি নিজের ফেসবুক পেজ থেকে নিয়মিত লাইভ গল্প পাঠের আসর বসান মীর। এ পর্যন্ত সাতটি এপিসোড হয়েছে। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্রাক্তন সকাল ম্যানের সান্ধ্য আড্ডা।