ডায়েট যতই থাকুক, বাঙালি মানেই ভোজনরসিক । মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ক্ষেত্রেও অনেকটা তাই । তাই তো আজকাল হট চকোলেটেই মন পড়ে রয়েছে মিমির । শুধু হট চকোলেট নয়, তাতে আবার আইসক্রিম দিয়ে স্বাদ নিচ্ছেন হট চকোলেট উইথ আইসক্রিমের । সম্প্রতি, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন মিমি চক্রবর্তী ।
মিমি ইনস্টায় যে রিল পোস্ট করেছেন, সেখানে বাজছে "ইয়ে এক জিন্দেগি" । ভিডিও পোস্ট করে মিমি লিখেছেন,"আমি গত কয়েকদিন ধরে হট চকোলেট খাচ্ছি । আপনারা কি আমাকে লক্ষ্য করেছেন ?" তারপরেই জুড়ে দিয়েছেন তিনটে ইমোজি । পোস্টে অনেকে কমেন্ট করে মিমিকে খাওয়া-দাওয়া কন্ট্রোল করার পরামর্শ দিয়েছেন । আবার কেউ লিখেছে, এরপর কত ঘণ্টা জিম করবেন মিমি ?
মিমি চক্রবর্তী খেতে ভালবাসেন । বিশেষ করে কোনও অনুষ্ঠান কিংবা দুর্গাপুজোয় বেশিরভাগ ক্ষেত্রে 'নো ডায়েট' অনুসরণ করেন । বাড়ির তৈরি খাবারই বেশি পছন্দ মিমির। চিজ, ঘি-ও তাঁর বিশেষ পছন্দের । আর মিষ্টি তাঁর প্রাণের থেকেও প্রিয় । তাই মিষ্টি দেখলে কোনও মতেই নিজেকে সামলে রাখতে পারেন না । প্রয়োজনে দু ঘণ্টা বেশি শরীরচর্চা করতেও তিনি রাজি । তবু মিষ্টি তাঁর চাই-ই চাই ।