সোস্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সময় নিজেদের রোগা, ঝকঝকে দেখানোর জন্য সবাই কম বেশি ফিল্টার ব্যবহার করেন । বাদ যান না নায়িকারা । কিন্তু, এই ফিল্টার ব্যবহার একেবারেই না পসন্দ টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর । অভিনেত্রী জানিয়েছে, নিজেকে রোগা, ফর্সা করার জন্য ফিল্টার ব্যবহার করেন না তিনি । আসলে তাঁর মতে, নিজের শরীর যেমন, তেমনভাবেই তাঁকে গ্রহণ করা উচিত, ভালবাসা উচিৎ । অথচ অভিনেত্রীকেই একসময়, কেউ বলেছেন মোটা, কেউ বলেছেন কালো, ইন্ডাস্ট্রিতে থাকার যোগ্য নন । আর সেসব শুনে নিজেকে সুন্দর দেখানোর জন্য ইঞ্জেকশন নেওয়া থেকে, ভুলভাল ডায়েট, না খেয়ে থাকা সবই করেছিলেন মিমি । নায়িকা হওয়ার জন্য আর কী কী করেছিলেন তিনি, সম্প্রতি, সেসব অভিজ্ঞতা শেয়ার করে শরীর নিয়ে নতুন উপলব্ধির কথা জানিয়েছেন তিনি । একইসঙ্গে নিন্দুকের মন্ত্যব্যের কড়া জবাবও দিয়েছেন মিমি ।
মিমি সোশ্যাল মিডিয়ায় একটি কমলা রঙের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, " রোগা হওয়ার জন্য ইঞ্জেকশন দিয়েছি, ভুলভাল ডায়েট করেছি । নিজের ছবি দেখে নিজেরই পছন্দ হত না । কত মানুষ আমায় কালো বলেছেন । মোটাও বলেছেন ।" সব কিছুর পরে এখন মিমির উপলব্ধি, "আমরা সবাই মানুষ। নিঁখুত হওয়া সম্ভব নয়। তাই মুখে ব্রণ হলেও আমি তা আনন্দের সঙ্গে উপভোগ করি । কোনও ফিল্টার ছাড়াই ছবিগুলো পোস্ট করি ।"
নিন্দুকদের উদ্দেশে মিমি বলেন, "কারও হাসিমুখের ছবির সঙ্গে বাস্তবের মিল না-ও থাকতে পারে । ছবিতে হাসিমুখ খাকলেও বাস্তবে তাঁরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা কেউ জানেন না । তাই জীবনটাকে ভালবাসার, উপভোগ করার পরামর্শ দিয়েছেন তিনি ।