বিয়ের সাজে মিমি চক্রবর্তী! সোস্যাল মিডিয়ায় সাংসদ-অভিনেত্রীর ছবি দেখে চমকে উঠছেন অনুরাগীরা৷ তাহলে কি সত্যিই এবার সকলকে সুখবর দিতে চলেছেন মিমি?
সুখবর তো বটেই, তবে একটু অন্যরকম। অভিনয়ের পাশাপাশি গানও করেন মিমি৷ খুব দ্রুত আসছে তাঁর নতুন গান। সেই গানের প্রচারেই মিমি কনের সাজে।
Puja Banerjee: পুজা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভয়াবহ দুর্ঘটনা! গ্যাস সিলিন্ডার লিক করে কেলেঙ্কারি
মিমি তাঁর ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন, সেখানে তাঁর মাথায় টোপর, পরনে বেনারসি শাড়ি আছে ঠিকই, তবে তারই সঙ্গে আছে এক হাতে গিটার আর অন্য হাতে মাইক৷ মিমির চোখে মুখেও বিষন্নতা।
ছবির সঙ্গে ক্যাপশন, 'ভাল্লাগেনা!’ তার নিচে মিমি লিখেছেন, 'এমন একটি কথা যেটা আমাদের বাঙালিদের সাথে জুড়ে আছে, আমাদের প্রথম পোস্টারটি রইলো আপনাদের জন্যে, ২৮শে জানুয়ারি আসছে গানটি, টিজার আসছে খুব তাড়াতাড়ি।'