টলিপাড়ায় ঠোঁটকাটা হিসেবে পরিচিত মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আগেও নানা ঘটনায় তাঁর মন্তব্য নিয়ে ঝড় উঠেছে। এবার মিমি তাঁর প্রতিক্রিয়া দিলেন রনভির সিং-এর (Ranveer Singh) নগ্ন ফটোশ্যুট নিয়ে। ছেলে আর মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এত আলাদা কেন, ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী সংসদ।
গত রাত থেকেই রনভির সিংয়ের নগ্ন ফটোশ্যুট নিয়ে চারিদিকে চর্চা। নেটিজেনদের অধিকাংশই বলছে, ছবি তো নয়, যেন আগুন। সেই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ মিমির। অভিনেত্রী বলেছেন, পুরুষের বদলে ওই একই কাজ কোনও মহিলা করলে তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। নারী স্বাধীনতা নিয়ে, লিঙ্গ সাম্য নিয়ে এত যে গলা ফাটানো হচ্ছে, কোথায় সে সব।
Basabdatta Chatterjee: টলিপাড়ায় খুশির খবর, মা হলেন অভিনেত্রী বাসবদত্তা
ঝড় তোলা সেই ফটোশ্যুট নিয়েও অকপট রনভির। বলেছেন, তাঁর বিন্দু মাত্র অস্বস্তি হয়নি। শুধু শারীরিক ভাবে নয়, গোটা নিজেকেই তিনি নগ্ন করে হাজার মানুষের সামনে মেলে ধরার সাহস রাখেন, জানিয়েছেন বলি তারকা।
এ ধরনের সাহসী ফটোশুটের সাক্ষী প্রায় তিন দশক আগে থেকেছে এই দেশ। মিলিন্দ সোমন-মধু সাপরের বহু চর্চিত ছবি নিয়েও বিতর্ক কম হয়নি।