আজ মহালয়া । শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ । চারিদিকে সাজো সাজো রব । আজ থেকেই কিন্তু পুজো মোডে চলে গিয়েছেন টলি নায়িকারা । মহালয়ার সাজে সেজে উঠলেন মিমি, নুসরত, ঋতাভরী চক্রবর্তী । কেউ নজর কাড়লেন সনাতনী সাজে, কেউ মহিষাসুরমর্দিনী রূপে, কেউ আবার আধুনিকতার ছোঁয়ায় হয়ে উঠলেন আজকের দিনের দুর্গা ।
নুসরত জাহান
খুব সামান্য মেকআপ, কপালে ছোট্ট লাল টিপ, লাল পাড় সাদা শাড়ি । মহালয়ার দিন এই সাজেই দেখা গেল নুসরতকে । সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী । ভিডিওতে কখনও তিনি মহিষাসুরমর্দিনী, কখনও তাঁর শান্ত, সনাতনী রূপ । সকলকে মুগ্ধ করেছেন নুসরত ।
ঋতাভরী চক্রবর্তী
শাড়িতে হলুদের ছোঁয়া, গা ভর্তি গয়না, স্নিগ্ধ লুক...যেন সত্যিই দেবী । ঋতাভরীর ভিডিও দেখলে, যে কেউ এই কথাই বলবে । আর লাল শাড়িতে তাঁর মহিষাসুর মর্দিনী লুক, আরও যেন মুগ্ধ করেছে ।
মিমি চক্রবর্তী
মিমি যেন আধুনিকা দুর্গা । পরনের শাড়িতে সোনালি রঙের ছোঁয়া, খোলা চুল, কপালে লাল টিপ, হাতে লাল চুড়ি...একেবারে অন্যরকম লুকে নজর কাড়লেন অভিনেত্রী ।