রবিবার ছিল বিশ্ব মাতৃ দিবস। একাধিক সেলেবরা মায়েদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। অভিনেত্রী মিমি চক্রবর্তীও মায়ের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন মা দিবসে। তবে সেদিন বিকেলটা একেবারে অন্যরকম কেটেছে অভিনেত্রীর। সফল সন্তানদের নিয়ে মায়েদের গর্বের শেষ থাকে না। কিন্তু এদিন বিকেলে মায়ের জন্য গর্বে ছাতি চওড়া হল মিমির। মায়ের হাতে তিনি তুলে দিলেন ‘রত্নগর্ভা’র বিশেষ সম্মান। বিশেষ এই বিকেলটা সেরা প্রাপ্তির খাতায় লিখে রাখলেন মিমি।
মায়ের হাতে সম্মান তুলে দিয়ে, পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন মিমি। জড়িয়েও ধরেছেন আবেগে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন ,’আমি ধন্যবাদ জানাই মাতৃ দিবস দিনটাকে এইরকম ভাবে সুন্দর করে তোলার জন্য। এই অ্যাওয়ার্ডটির জন্যে কতটা যোগ্য আমি জানিনা কিন্তু আমি এটাই বলবো যে এই অ্যাওয়ার্ডটি আমাকে আরও অনুপ্রাণিত করবে আগামী দিনে স্বচ্ছতা ও সততার সাথে ভালো কাজ করার জন্য।’