এক সময়ে টলিউডে দারুণ চর্চিত ছিল তাঁদের রিয়াল লাইফ রসায়ন। রাজ চক্রবর্তী-মিমি চক্রবর্তী (Raj Chakraborty-Mimi Chakraborty)। প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। পরিচালক-অভিনেত্রীর প্রেম চর্চায় থাকত সবসময়। সে সব এখন অতীত। শুভশ্রীর সঙ্গে এখন ঘোর সংসারী রাজ। তাঁদের একরত্তি ছেলে ইউভানকে গাল টিপছেন মিমি, এমনই এক মুহূর্ত তৈরি হয়েছে সম্প্রতি। রাজের সঙ্গে না হলেও শুভশ্রীর সঙ্গে এক ছবিতেও দেখা গেল মিমিকে।
পুরনো তিক্ততা ভুলে দুজন একসঙ্গে পোজ দিচ্ছেন ক্যামেরার। কোথায় ঘটল এমন ঘটনা? জগদ্ধাত্রী পুজোর উদযাপনে। টলিপাড়ার পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) পারিবারিক পুজোতেই এসেছিলেন টলিউডের একগুচ্ছ তারকারা।
শীল বাটির ১৮৯ বছরের পুরনো জগদ্ধাত্রী পুজো। হালে সে পুজো এসেছে বিলাসবহুল বহুতল আরবানায়। সেখানেই খুব ধূমধাম করে পুজোর আয়োজন করলেন অরিন্দম শিল এবং তাঁর স্ত্রী। টলিউডের বহু তারকার সমাগম হয়েছে পুজোর ক'টা দিন।
Dev on politics: শুটিং-এর সময় সহভিনেতার দল দেখেন না দেব, বিশ্বাস করেন সৌজন্যের রাজনীতিতেই
অরিন্দম শীলের পরিচালনায় খুব শিগগির মুক্তি পাচ্ছেি 'খেলা যখন' এক যুগ আগের টেলিভিশনের জনপ্রিয় জুটি গোরা-পুপের জুটিই আবার ফিরছে পর্দায়।