দাপুটে অভিনেত্রী তো বটেই, সেই সঙ্গে তিনি যাদবপুরের সাংসদও বটে৷ এহেন মিমি চক্রবর্তী বিয়ে করছেন অভিনেতা সোমরাজ মাইতিকে! চার হাত এক করে দিচ্ছেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকি! বাস্তবে না হোক, স্ক্রিনে তো বটেই। জি ফাইভে ৯ ফেব্রুয়ারি রিলিজ করছে মিমি-সোমরাজের 'পলাশের বিয়ে'। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে রিলিজ করবে জি বাংলা সিনেমাতে।
পরিচালক জানিয়েছেন, ফেলে আসা সময়সের সহজ সরল ছবি আঁকতে চেয়েছেন তিনি। যৌথ পরিবার এখন অতীত। একান্নবর্তী বড় পরিবারের ভালো মন্দের স্বাদ এই প্রজন্মের ধরাছোঁয়ার বাইরে। তেমনই এক পরিবারের গল্প বলার ইচ্ছে ছিল তাঁর অনেকদিনের। চেয়েছিলেন এমন একটি ছবি বানাতে, যা সপরিবার বসে দেখার মতো। 'পলাশের বিয়ে' ঠিক তেমনই একটি ছবি।
Dental Student Arrested: তরুণীর ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে গোপন মুহূর্ত রেকর্ড! গ্রেফতার ডেন্টাল ছাত্র
গোটা ছবির কেন্দ্রে একটি বিয়ে৷ বিভিন্ন রকম ঘটনার মধ্যে দিয়ে হইহুল্লোড় করতে করতে মিমি-সোমরাজ বিয়ে করবেন। এছাড়াও অভিনয় করেছেন অঞ্জনা বসু, দেব চট্টোপাধ্যায়, রজত গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেতারা। এই বছর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইনস ডে একই তারিখে। মিমি-সোমরাজের যুগলবন্দিতে দিনটি জমে যেতে পারে।