ছয়ের দশকে ইংরেজি রক অ্যান্ড রোল সঙ্গীতের দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল একটি ব্যান্ড,নাম দ্য রোলিং স্টোন। সেই ব্যান্ডের অন্যতম গায়ক মিক জ্যাগার নাকি কলকাতায়। শুধু তাই-ই নয় কালীপুজোর মণ্ডপে ঘুরে সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন মিক।
নাহ, শুধুই কালীপুজোর জন্য কলকাতা আসেননি, মিকের নেশা হল ক্রিকেট। শনিবারের ইন্ডেনের ম্যাচেও গ্যালারিতে ছিলেন মিক।
GoldAnd Silver Price: কালী পুজো পেরোতেই সোনায় সোহাগা, কতটা কমল সোনা-রুপোর দাম?
রবিবার দীপাবলির সন্ধেয় তিলোত্তমার নানা প্রান্তে ঘুরে বেড়ালেন মিক। শামিল হলেন আলোর উদযাপনে।