বিয়েতে মিডিয়া আমন্ত্রিত নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী । এবার, ৬ মার্চ রিসেপশন ভেন্যুর বাইরে বড় বোর্ড লাগিয়ে লেখা হল মিডিয়ার প্রবেশ নিষেধ । শুধু তাই নয়, মিডিয়ার পাশাপাশি বডিগার্ড ও ড্রাইভারদেরও অনুষ্ঠানে প্রবেশের অনুমতি নেই বলেই স্পষ্ট করে দিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী । যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে । কাঞ্চন ও শ্রীময়ীকে বয়কটের ডাক দেওয়া হচ্ছে ।
কী লেখা ছিল ওই বোর্ডে ?
কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন ভেন্যুর বাইরে লাগানো একটি বোর্ড বর ও কনের ছবির সঙ্গে তাঁদের নাম ছিল । আর তাঁর নীচেই লেখা একটি লাইন - 'মিডিয়া,বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশে অনুমতি নেই । ' মিডিয়াকে না জানিয়ে বা মিডিয়াকে দূরে রেখে বিয়ে আগেও হয়েছে বলিউড ও টলিউডে । কিন্তু এভাবে বোর্ড দিয়ে এমন নির্দেশ হয়তো আগে দেওয়া হয়নি বলেই মনে করছে অনেকে ।
১০ জানুয়ারি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স হয় কাঞ্চন মল্লিকের । তারপরই ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সারেন কাঞ্চন । সব রীতি মেনে বিয়ে হয় ২ মার্চ । ৬ মার্চ পার্কস্ট্রিটের একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের পার্টি । এদিন সন্ধেতে শ্রীময়ী কাঞ্চন সেজেছিলেন একেবারে অন্য ভাবে। সিলভার জরির কাজ করা লেহেঙ্গা, সঙ্গে কস্টিউম জুয়েলারিতে সেজেছিলেন নববধূ। আর কাঞ্চন ভাঙলেন ছক। রিসেপশনে অভিনেতার পরনে ছিল কালো পাঞ্জাবি, সাদা পাজামা সঙ্গে পশমিনা শাল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড তারকারা ।