একটা ভাল ছবি বানাতে ঠিক কতোটা অপেক্ষা করতে হয়? যত দিন না অপেক্ষা ফুরোয়, ততোটা, বিশ্বাস করেন পরিচালক মানস মুকুল পাল (Manas Mukul Pal)। তাঁর প্রথম ছবি 'সহজ পাঠের গপ্পো' রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল গোটা দেশে। তারপর কেটে গিয়েছে ৬ বছর। কোথায় পরিচালক। স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তর (Dinesh Gupta) জীবন নিয়ে ছবি করবেন ঠিক করেছিলেন, বহু বাধা পেরিয়ে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।
'সহজ পাঠের গপ্পো'র সাফল্যের পর বাংলার প্রায় সব প্রযোজনা সংস্থার কাছ থেকেই প্রস্তাব এসেছিল তরুণ পরিচালকের কাছে, কিন্তু তিনি বদ্ধপরিকর ছিলেন, তাঁর পরের ছবি হবে দীনেশ গুপ্তর বায়োপিক। সেই মতো কাজ শুরু করলেও প্রতি পদেই বাধা আসে। অতিমারীর সময় প্রযোজক পেতে সমস্যা, কয়েক লক্ষ টাকার সেট নষ্ট, বিশেষ একটি চরিত্রে অভিনয় করা কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু , একের পর এক অপ্রত্যাশিত ঘটনায় বন্ধ হয়ে গিয়েছিল ছবির কাজ। পরিচালক দমে জাননি, অপেক্ষা করেছেন সঠিক সময়ের।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে মানস জানিয়েছেন এ বছরই শুরু হচ্ছে দীনেশ গুপ্তর বায়োপিকের কাজ। খুব সম্ভবত, আগামী বছর মুক্তি পাবে তা।