ফুলঝুরির পর আবারও গায়িকা হয়েই ছোটপর্দায় ফিরলেন মানালী, তবে এবার জি বাংলায়। নতুন ধারাবাহিক 'কাঁড় কাছে কই মনের কথা'র প্রোমো প্রকাশ্যে এসেছে। মানালী ছাড়াও বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং স্নেহা চট্টোপাধ্যায়কে দেখা যাবে এই ধারাবাহিকে।
পাঁচ নারীর বন্ধুত্বের উদযাপন নিয়েই গল্প। বিয়ে হয়ে আসার পর থেকেই নতুন বউয়ের খুঁত ধরছে বর-শাশুড়ি সকলেই, এমন সময় সঙ্গী পেলেন শিমূল, পড়শিরাই হয়ে উঠল সহচরী।
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকেই সম্প্রচার শুরু হতে পারে ‘কার কাছে কই মনের কথা’র। রাত ৯টার স্লটে ‘সোহাগ জল’-এর জায়গা নিতে পারে এই মেগা