স্বস্তিকা মুখোপাধ্যায়-পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত 'শিবপুর' মুক্তির আগে থেকেই নানা বিতর্ক, ছবির ট্রেলার লঞ্চে থাকবেন না অভিনেত্রী, জানিয়ে দিয়েছেন, ছবিতে মমতা শঙ্করকে এই প্রথম দেখা যাবে বেশ ডার্ক একটি চরিত্রে।
মাফিয়ার চরিত্রে অভিনয় করবেন মমতা শঙ্কর। অধিকাংশ ছবিতেই তাকে- দেখা যায় অভিজাত পরিবারের সদস্যের চরিত্রে, সে দিক থেকে 'শিবপুর'-এর চরিত্র অভিনেত্রীর জন্যেও বেশ চ্যালেঞ্জিং। অন্যান্য চরিত্রে দেখা যাবে রজতাভ দত্ত এবং খরাজ মুখোপাধ্যায়কে।
বহু বছর পর একই ছবিতে স্ক্রিন ভাগ করছেন স্বস্তিকা-পরম।