সোমবার বিকেল ৪টে। তারকাখচিত নজরুল মঞ্চে উদ্বোধন হয়ে গেল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kiff)। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে রয়ে গেল বেশ কিছু আক্ষেপ-আফশোস।
প্রধান অতিথি শত্রুঘ্ন সিনহাকে (Shatrughna Sinha) পাশে নিয়েই প্রদীপ প্রজ্জ্বলন করে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মমতা (Mamata Banerjee)। অনুষ্ঠানের মঞ্চে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক- বিশ্ববরেণ্য বাংলার পরিচালক ত্রয়ীর স্মৃতিচারণা করলেন শত্রুঘ্ন। উদ্বোধনী ভাষণে পুনে ফিল্ম ইন্সটিটিউটের প্রাক্তনীর আক্ষেপ, “সত্যজিৎ রায়ের পরিচালনায় ছবি করার স্বপ্ন অধরাই থেকে গেল।”
অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর আক্ষেপ, সদ্য প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) বঙ্গবিভূষণে সম্মানিত করতে না পারার। কিংবদন্তী শিল্পীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও উল্লেখ করেন মমতা।
মমতা বলেন, “লতাজিকে বঙ্গবিভূষণ দিতে পারলাম না। উনি ভাইজিকে দিয়ে আমার জন্য মা কালীর একটা সোনার লকেট পাঠিয়েছিলেন।”