রূপকথার হ্যাপি এন্ডিং? না বলা ভাল, রূপকথায় নতুন অধ্যায় শুরু। ১৪ বছরের প্রেম পরিণতি পেল। ধূমধাম করে বাইপাসের এক বিলাসবহুল হোটেলে বিয়ে হল অভিনেত্রী মিষ্টি সিং আর রেমোর। নিমন্ত্রণ রক্ষা করতে এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবদম্পতির সঙ্গে ছবিও তোলেন তিনি।
হলদি, সঙ্গীত, আইবুড়ো ভাত, গত প্রায় সপ্তাহ খানেক ধরেই মিষ্টির বিয়ের একাধিক আচার অনুষ্ঠান লেগেই ছিল, অবশেষে সাত পাক ঘোরাও সারা। বিয়েতে মিষ্টি পরেছিলেন লালা ল্যাহেঙ্গা, বর পরেছেন সাদা লাল শেরওয়ানি।
টেলিভিশন দুনিয়ার একঝাক চেনা মুখেদের উপস্থিতিতে ঝলমল করছিল বিয়ের বাসর।