লোকসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে। রাজনীতির উত্তাপ যখন বেশ চড়া, তখনই টলিউডে বড়সড় জল্পনা শুরু হল মহুয়া মৈত্রকে কেন্দ্র করে। শোনা যাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করবেন তৃণমূলের ডাকসাইটে নেত্রী মহুয়া।
আগামী জুনে হলিউডের বিখ্যাত কোর্টরুম ড্রামা ‘১২ অ্যাংরি মেন’-এর বাংলা ভার্সনের শুট শুরু করবেন সৃজিত। কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচাৰ্য, রুদ্রনীল ঘোষ, সত্যম ভট্টাচাৰ্য, সৌরসেনী মৈত্রদের সঙ্গে সেই ছবিতে অভিনয় করতে পারেন মহুয়াও। ছবির মিউজিকের দায়িত্ব সামলাতে পারেন অনুপম রায়।
Anant-Radhika Prewedding: ঠিক যেন রূপকথা! বলিউডি গানের রাধিকার গ্র্যান্ড এন্ট্রি! মুগ্ধ গোটা দেশ
সংসদে দুর্দান্ত বক্তৃতা করে গোটা দেশের নজর কেড়েছেন মহুয়া। তাঁকে নিয়ে বিতর্কও বিস্তর। সেই সঙ্গে তাঁর ফ্যাশন স্টেটমেন্টও থাকে চর্চার কেন্দ্রে। এবার তিনি অভিনয়ে এলেই ষোলো কলা পূর্ণ।