আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। সিদ্ধান্ত বদলে ফের কামব্যাক ধোনির (Dhoni)? সামনেই ডেব্যু ম্যাচ। হ্যাঁ ঠিকই শুনছেন! তবে কিনা ২২ গজের দুনিয়া ছেড়ে মাহি এবার রুপোলি পর্দায় (Silver screen)। বিনোদন জগতে পা রাখছে ক্যাপ্টেন কুল।
ওয়েব সিরিজ 'অথর্ব' (Atharva)-দেখা যাবে ধোনিকে। বুধবার নিজের ফেসবুক পেজে ধোনি একটি ‘প্রোমো’ শেয়ার করে লিখেছেন, ‘‘নতুন যুগের গ্রাফিক নভেল অথর্বের ‘ফার্স্ট লুক’। আমি খুশি এটি সবার সামনে তুলে ধরতে পেরে।’’ অথর্ব মূলত পৌরাণিক (Mythological web series) গল্প আশ্রিত ওয়েব সিরিজ়। তাতেই নাম ভূমিকায় দেখা যাবে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
রমেশ তামিলমানির রচনায় এই ওয়েব সিরিজ হচ্ছে। যার দায়িত্বে থাকছে ধোনি এন্টারটেনমেন্ট। আক্ষরিক অর্থেই হোম প্রোডাকশন বটে। কারণ ধোনির ওয়েব সিরিজের পরিচালক তাঁর স্ত্রী সাক্ষী নিজে, যিনি ‘ধোনি এন্টারটেনমেন্ট’ (Dhoni Entertainment)-এর ম্যানেজিং ডিরেক্টর।