বিদেশে হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে গিয়েছিল নিশিগন্ধা, কিন্তু সেখানে গিয়ে তৈরি হল নতুন নেশা, যা কিনা বদলে গেল পেশায়। চুল কাটবে নিশিগন্ধা, তাও আবার শুধু ছেলেদের। এমনই অভিনব গল্প নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ়।
সিরিজের নাম ‘লেডি কুইন জেন্টস পার্লার’। সিরিজ়ে নিশিগন্ধার চরিত্রে অভিনয় করেছেন মধুরিমা বসাক।
Rakatabeej Teaser: 'ক্ষমা পরমধর্ম নয়', পর্দায় ফিরছেন ভিক্টর, প্রকাশ্যে 'রক্তবীজ'এর পয়লা ঝলক
সৃজিত মুখোপাধ্যায়-এর ‘এক্স ইকুয়ালস টু প্রেম’ -এর পর ‘জেন্টেলমেন’ নামের একটি ওয়েব সিরিজ়েও দেখা গিয়েছে মধুরিমাকে। নতুন সিরিজের ফার্স্ট লুক সম্প্রতি সামনে আনল আড্ডাটাইমস।