স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেছিলেন, “কালারফুল বয়”, আক্ষরিক অর্থেই যেন সেই নামের যোগ্য দাবিদার মদন মিত্র। নীল বিএমডব্লুর চালকের আসনে অভিনেত্রী মধুমিতা সরকার, চোখে রোদচশমা, মুখে এক গাল হাসি। তাঁর হাতে হাত রেখে এক দৃষ্টে চেয়ে রয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূল নেতার পরনে পাঞ্জাবি। মাথায় পাগড়ি, চোখে রোদচশমা। ছবির ক্যাপশনে লেখা ‘নতুন ড্রাইভার’। কামারহাটির বিধায়ক এই ছবি শেয়ার করতেই তা নিয়েই জোর চর্চা শুরু নেটপাড়ায়। তাহলে কি তাঁদের সম্পর্ক গভীর হল? উত্তরে মদনের জবাব, ‘সম্পর্ক তো আছেই, নইলে দেখা যাবে কেন এক সঙ্গে?’
আরও প্রশ্ন উঠছে মধুমিতার এই গাড়ি কি তবে মদনের দেওয়া উপহার? মদন শুরুতেই বললেন, “বিএমডব্লিউ কেনার ক্ষমতাই আমার নেই, তার পর তো উপহার দেব কাউকে”... তবে BMW চড়ানোর জন্য অভিনেত্রীকে ধন্যবাদ দিয়েছেন কামারহাটির বিধায়ক।