নতুন গানের ভিডিয়ো নিয়ে হাজির 'কালারফুল বয়' মদন মিত্র। (Madan Mitra)। তবে এবার আর একা নয়, নাতির সঙ্গে নতুন ভিডিও নিয়ে হাজির দাদু মদন।
গানের নাম 'নো চাপ', না, এটি মদন মিত্রের স্বরচিত গান নয়। বরং মুক্তি পেতে চলা 'হামি ২'এর গান। হামির পুরো টিমকে শুভেচ্ছা জানিয়ে মদন মিত্রের প্রোফাইল থেকে আপলড হয়েছে দাদু-নাতির সেই ভিডিও।
Alia Bhatt: পরের মাসেই রণবীর-আলিয়ার ঘরে আসছে ছোট্ট সদস্য, কোন হাসপাতালে ভর্তি হবেন অভিনেত্রী?
মিউজিক ভিডিওতে মদন মিত্রকে দেখা গেল লাল পাড় ধুতি আর গাঢ় নীল কারুকাজ করা পাঞ্জাবিতে, চোখে সেই সানগ্লাস। দাদুর সঙ্গে যোগ্য সঙ্গত করেছে ছোট্ট নাতিও। টিম উইন্ডোজকে আগাম শুভেচ্ছা জানাতে শুরুতেই মদনের গলায় শোনা গিয়েছে 'ওহ লাভলি'
এর আগে কামারহাটির (Kamarhati MLA) বিধায়কের গলায় 'ওহ লাভলি', 'ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া' (India wanna have her betia) জনপ্রিয় হয়েছিল।