এবার থ্রিলার ঘরানায় আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। পরিচালক সায়ন্তন ঘোষালের আগামী ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’র নাম ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা। এখানেই শেষ নয়, একটা ছবিতেই ক্ষান্ত থাকতে চাইছেন না পরিচালক। জানিয়েছেন, ‘ম্যাডাম সেনগুপ্ত’র ফ্র্যাঞ্চাইজিও আসবে।
Anjan Dutta-Aparna Sen: ‘এই রাত তোমার আমার’, পরমের পরিচালনায় বড়পর্দায় দুই 'প্রিয় বন্ধু' অঞ্জন-অপর্ণা
কী নিয়ে এগোবে ছবির গল্প?
ছবিতে ঋতু একজন কার্টুনিস্ট, দিল্লির নিবাসী। হঠাৎই তাঁর স্বামী নিখোঁজ হন, তাঁকে খুঁজতেই শহরে পা রাখবেন ম্যাডাম সেনগুপ্ত। এবং রহস্যের নানা জটে কার্যত জড়িয়ে পড়বেন। ছবিতে ঋতুপর্ণার স্বামীর ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী। পরিচালকের কথায়, ‘ঋতুদিকে দেখে ইন্ডাস্ট্রি, দর্শক চমকে যাবে।’