বাংলাদেশি অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিনোদন জগতে। এবার উঠে এল অভিনেত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই অভিযোগেরর ভিত্তিতে হিমুর প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত রুফি র্যাবকে জানিয়েছেন, অভিনেত্রীর মৃত্যুর সময় বিছানায় বসে গোটা ঘটনা দেখেছেন রুফি। তাঁর সামনেই আত্মহত্যা করেন হোমায়ারা হিমু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে অসুস্থ অবস্থায় উত্তরায় বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে হিমুকে নিয়ে যান প্রেমিক রুফি এবং মিশির নামে তাঁর এক ভাই। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা হিমুকে মৃত বলে ঘোষণা করেন। সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চম্পট দেন রুফি। পরে তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে হিমুর ভাই মিশির জানিয়েছেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই অভিনেত্রী।