Jisshu-Nilanjana : এক অষ্টমীতে দেখা, তারপর মন দেওয়া-নেওয়া, সিনেমার গল্পের মতো যিশু-নীলাঞ্জনার প্রেমকাহিনি

Updated : Jul 25, 2024 06:54
|
Editorji News Desk

আজকাল পৃথিবীতে কি ভালবাসার বড্ড অভাব পড়ছে ? চারপাশে কান পাতলেই শুধু বিচ্ছেদ, ভাঙন, হৃদয়ভাঙার খবর ।  ভালবাসা যেন কর্পুরের মতো । যখন-তখন উবে যাচ্ছে । সম্পর্কগুলো বড্ড ঠুনকো হয়ে পড়ছে । তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একটা পরিবার । অথচ কত স্বপ্ন নিয়ে, ভালবাসা দিয়ে শুরু হয় একটা সুন্দর সম্পর্ক, একটা স্বপ্নের সংসার । কিন্তু পরিণতি সেই বিচ্ছেদ, ডিভোর্স । যেন একটা অসুখের মতো ছড়িয়ে পড়ছে । যিশু-নীলাঞ্জনার সম্পর্কের ছবিটাও কি সেরকমই হতে চলেছে ?

'মেড ফর ইচ আদার'। যিশু-নীলাঞ্জনার সঙ্গে এই তকমাটাই জুড়েছে বারবার । টলিউডের অন্যতম 'হ্যাপি কাপল' বলেই মনে করা হয় তাঁদের । বলতে গেলে যিশু-নীলাঞ্জনা পারফেক্ট কাপলের উদাহরণ হয়ে উঠেছিল সকলের কাছে । চলতি বছরেই ধূমধাম করে ২০ বছরের বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন । বছরের পর বছর এভাবেই ভালবাসায় বেঁধে বেঁধে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন । তাঁদের 'হ্যাপি মোমেন্ট' ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় । কিন্তু, কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্কে কালো মেঘের ঘনঘটা । বিচ্ছেদ, ডিভোর্সের 'অসুখ' তাঁদেরও ছুঁয়ে ফেলল ? টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সেরকমই খবর । যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় নেটপাড়া । কেউ মানতেই পারছেন না এখবরটা । মানতে পারছেন না যিশু-নীলাঞ্জনার কাছের বন্ধুরাও ।  

অথচ যিশু-নীলাঞ্জনার সম্পর্কটা শুরু হয়েছিল সিনেমার গল্পের মতোই । এক পুজোর দিনে দেখা তাঁদের । সেদিন ছিল অষ্টমী । পুজো পরিক্রমায় সেলেব জাজ ছিলেন দু'জনে। মণ্ডপে মণ্ডপে ঘুরতে ঘুরতেই একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন তাঁরা । যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট । পুজো পরিক্রমা শেষে বাকি বিচারকদের সঙ্গে এক হোটেলে গিয়ে লাঞ্চও করেন । তখন দু'জনের হৃদয়ে উথাল-পাতাল পরিস্থিতি । লাঞ্চের পর নীলাঞ্জনাকে গাড়ি করে ছেড়ে দেওয়ারও প্রস্তাব দেন । নীলাঞ্জনাও না করেননি । ততক্ষণে যে এক অপরকে মন দিয়ে ফেলেছিলেন দু'জনে । 

সেই থেকে শুরু । একসঙ্গে কাজও করেন দু'জনে। শুটিং সেটে আরও গভীর হয় তাঁদের সম্পর্ক । তারপর এক দিন নীলাঞ্জনাকে বাড়ি ছাড়তে গিয়ে মা অঞ্জনা ভৌমিকের কাছে তাঁর মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন যিশু । ব্যস তারপর আর কী, দুই বছর চুটিয়ে প্রেম করার পর  ২০০৪ সালে সাত পাকে বাঁধা পড়েন যিশু-নীলাঞ্জনা। তারপর তাঁদের জীবনে আসে সারা ও জারা...দুই মেয়ে ।

বাংলার স্বর্ণযুগের নায়িকা অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে নীলাঞ্জনা । মায়ের মতোই রুপোলি পর্দাতে পা জমিয়েছিলেন । বেশ কয়েকটি বাংলা সিনেমায় অভিনয়ও করেন । তবে, টলিউডে সেভাবে পা জমাতে পারেননি নীলাঞ্জনা । চলে যান বম্বে হিপ হিপ হুর রে, স্যাটারডে সাসপেন্সের মতো হিন্দি সিরিয়ালেও অভিনয় করেন । তার মধ্যেই নীলাঞ্জনার জীবনে আসে যিশু । বিয়ের পর অভিনয়ে খুব কম দেখা গিয়েছে নীলাঞ্জনাকে । সংসারে সময় দিয়েছেন, মেয়েদের সঙ্গে থেকেছেন । তবে, অভিনয় না করলেও, প্রযোজক হিসেবে নিজের নতুন পরিচয় তৈরি করেছেন । যিশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থা একাধিক হিট সিরিয়াল উপহার দিয়েছে ।

নীলাঞ্জনা মতো যিশুও সেলিব্রিটি পরিবারের ছেলে । বাংলা টেলিভিশনের পরিচিত মুখ উজ্জ্বল সেনগুপ্তের ছেলে তিনি । তবে বাবা অভিনেতা হলেও সোনার চামচ মুখে জন্মাননি যিশু । এই জায়গায় পৌঁছতে যিশুকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে । বাংলা সিরিয়াল মহাপ্রভু-র মাধ্যমে আত্মপ্রকাশ । তারপর একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন । অভিনয় দক্ষতার জোরেই ছোটপর্দা থেকে বড়পর্দায় সুযোগ । প্রিয়জন থেকে শুরু । তারপর একের পর এক হিট বাংলা ছবি উপহার দিয়েছেন তিনি । শুধু টলিউড নয়, বলিউডেও এখন যিশুর নিত্য যাতায়াত ।

টলিপাড়ায় জোর গুঞ্জন, মুম্বইয়ে কাজের সূত্রে যাওয়ার ফাঁকেই অন্য নারীকে মন দিয়ে ফেলেছেন যিশু । জল্পনা, যিশু তাঁর আপ্ত সহায়কের প্রেমে পড়েছেন । তবে শুধুই প্রেম নয়, মুম্বইয়ে একসঙ্গেও নাকি থাকছেন তাঁরা । রটনা কলকাতায় শ্যুটিং থাকলেও বাড়ি ফিরতেন না যিশু। 

দিন কয়েক আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা । তখন বলা হয়েছিল, ডিহাইড্রেশনের সমস্যা হয়েছিল তাঁর । কিন্তু পরে একাধিক ঘনিষ্ঠ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল নীলাঞ্জনার হাসপাতালে ভর্তি হওয়ার কারণ অন্য । উঠে আসে আত্মহত্যার প্রসঙ্গও । দিন কয়েক আগেই নিজের নামের পাশ থেকে প্রথমে যিশুর পদবী মুছে দেন নীলাঞ্জনা, ইন্সটা থেকে ডিলিট করে দিয়েছেন তাঁদের সুখস্মৃতিও।  

এক সাক্ষাৎকারে নীলাঞ্জনা বলেছিলেন,  ‘ভাল-মন্দ যা-ই আসুক, আমরা হাত ছাড়ব না’ । তাহলে কি যিশুই কথা রাখলেন না ? যদিও, বিচ্ছেদের বিষয়ে এখনও পর্যন্ত কেউই মুখ খোলেননি । তাঁদের বন্ধু, সতীর্থ থেকে নেটিজেন...প্রত্যেকেই চাইছেন তাঁদের সম্পর্কে থেকে সব কালো মেঘে দূরে সরে যাক, আবারও রোদ্দুর উঠুক, বেঁধে বেঁধে থাকুন তাঁরা ।

Jissu Sengupta

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ