কাঁথিতে ৬ দিন ধরে আটক কয়েকজন বাদ্যযন্ত্র শিল্পী । ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বাংলার সঙ্গীত শিল্পীরা । সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন লোপামুদ্রা, ইমন , জয় সরকাররা । যদিও ওই শিল্পীদের এদিন ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর । কিন্তু, তাঁদের বাদ্যযন্ত্রগুলো দেওয়া হয়নি । সোশ্যাল মিডিয়ায় এমনটা জানিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানালেন জয় সরকার । অভিযোগ, পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছেন না । এই বিষয়ে জয় পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে অনুরোধ জানিয়েছেন তিনি ।
কী কারণে আটকে রাখা হয়েছে ওই শিল্পীদের ? এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি । তবে জয় সরকার জানিয়েছেন, যে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র শিল্পীরা গিয়েছিলেন, সেখানে দেবশ্রী রায়েরও যাওয়ার কথা ছিল । কোনও কারণবশত তিনি জাননি । সেই রাগ থেকেই শিল্পীদের আটকে রাখা হয়েছিল বলে খবর । জয় সরকারের প্রশ্ন, কেন অন্যের জন্য শিল্পীরা শাস্তি পাবেন ? তাঁর কথায়, এটা আগেও ঘটেছে । কিন্তু, তা এক-দুদিনের জন্য । কিন্তু টানা ৫-৬ দিন ! এটা একেবারেই মেনে নেওয়া যায় না । তাই, সকলকে প্রতিবাদ সামিল হতে বলেছেন তিনি ।
ঘটনা নিয়ে ফেসবুকে লাইভ করে সরব হন লোপামুদ্রা ও ইমনও । ঘটনার বিবরণ দিয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি । অন্যদিকে, ইমনের প্রশ্ন, "গানবাজনা করতে যাওয়ার পরিণাম কি এটা হতে পারে? কতটা সাহস তাঁদের হতে পারে এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি আমি।"