দাদাগিরি আনলিমিটেড সিজন ১০- এ চমকের শেষ নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সঞ্চালিত এই শো-তে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের আনাগোনাও লেগেই থাকে। সপ্তাহান্তে দাদাগিরির মঞ্চে আসবেন সুরের জগতের মানুষেরা।
Shovan-Sohini: ভালবাসার মরশুম, বরফ মাখামাখি শোভন-সোহিনীর, দেশ ছেড়ে কোথায় উড়লেন জুটিতে?
সাম্প্রতিক এটি প্রোমোতে তার আভাস পাওয়া গিয়েছে। এই পর্বে উপস্থিত থাকবেন জয় সরকার, লোপামুদ্র মিত্র, বাবুল সুপ্রিয়রা। সৌরভ গাঙ্গুলি স্বভাবোচিত ভঙ্গিমায় বলে ওঠেন ‘জয় শান্ত মানুষ, ভালো মানুষ’। পাশ থেকে, বাবুলের ‘ফোড়ন’ ‘জয় ভাজা মাছ উলটে খেতে জানে?’ ওমনি মাঠে নামলেন লোপা। জয় খুব ভাল, তাঁর ইমেজটাই খারাপ বলে সুর চড়ান গায়িকা। আর তারপরেই জয়ের স্বীকারোক্তি, 'আজ রাত্রে যে কী অপেক্ষা করছে বাড়ি ফেরার পরে তা আমি জানি না'। এরপরেই হেসে লুটিয়ে পড়েন লোপা।