বাংলাদেশের অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (Raima Islam Shimu) বস্তাবন্দী দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে খুনের রহস্যের সমাধান করল বাংলাদেশ পুলিশ (Bangladesh Police) । অভিনেত্রীর খুনের ঘটনায় গ্রেফতার করা হল শিমুর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেলকে । পুলিশ জানিয়েছে, জেরায় সব দোষ স্বীকার করে নিয়েছে নোবেল । দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড । অভিযুক্ত বন্ধু ফারহাদকেও গ্রেফতার করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, শিমুকে হত্যার পর মৃতদেহ লুকিয়ে নিখোঁজ হওয়ার গল্প সাজাতে চেয়েছিল দু'জন । মরদেহ লুকানোর কাজে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে ।
আরও পড়ুন, Raima Islam Shimu: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাইমা শিমুর বস্তাবন্দি দু'টুকরো দেহ উদ্ধার
রবিবার সকালে শ্যুটিংয়ের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন শিমু । তারপর আর বাড়ি ফেরেননি । ওইদিন রাতেই থানায় জেনারেল ডাইরি করা হয় পরিবারের তরফে । এরপর সোমবার দুপুরে কেরানীগঞ্জের হজরতপুর সেতুর পাশে বস্তাবন্দি দু'টুকরো দেহ উদ্ধার হয় তাঁর ।