কথায় আছে, যার যেটা কাজ, সেখানেই তাঁর মুক্তি। মুম্বই মাদক মামলায় ছেলে আরিয়ানের (Aryan Khyan) গ্রেফতারির পর তড়িঘড়ি সব শুটিং বন্ধ করেছিলেন শাহরুখ (Shahrukh Khan)। দীর্ঘদিন পর কাজে ফিরলেন বাদশা। 'পাঠান' (Pathaan) ছবির সেটে শাহরুখের ছবি ভাইরাল হয়েছে।
সহ অভিনেতা দিগন্ত হাজারিকা কিং খানের ছবি সেই ছবি শেয়ার করে লিখেছেন, "এসআরকে, ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে সফল অভিনেতা, অথচ মানুষ হিসেবে কত বিনয়ী"।
আরও পড়ুন, করোনার কারণে চতুর্থ বারের জন্য পিছিয়ে গেল শাহিদ কপুরের ছবি 'জার্সি'
শাহরুখ কিমবা যশরাজ ফিল্ম (Yashraj Film), দু'পক্ষের কারোর তরফেই 'পাঠান' নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বেশ অনেকদূর এগিয়েছে ছবির শুটিং।
বড়পর্দায় শেষবার শাহরুখকে দেখা গিয়েছিল জিরোতে (Zero).