বিজয়ের অ্যাকশন থ্রিলার 'লিও' মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে । পাঁচদিনেই দেশে ২০০ কোটির বেশি আয় করেছে এই সিনেমা । আর বিশ্বে তা ৪০০ কোটির ক্লাব ছাড়িয়ে গিয়েছে । তবে, গত কয়েকদিনের তুলনায়, মঙ্গলবার সামান্য আয় কমেছে সিনেমার ।
Sacnilk.com -এর শেয়ার করা তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারত ৩১.৫ কোটি সংগ্রহ করেছে । ভারতের বক্স অফিসে লিও-র মোট সংগ্রহ এখনও পর্যন্ত ২৪৮.৬ কোটি । গত বৃহস্পতিবার লিও-র ওপেনিং হয় ৬৪.৮ কোটিতে । মিশ্র পর্যালোচনা সত্ত্বেও, ছবিটি দ্বিতীয় দিনে ৩৫.২৫ কোটি সংগ্রহ করতে সক্ষম হয় । রবিবার সামান্য বৃদ্ধি পেয়ে ৪১.৫৫ কোটিতে পৌঁছেছে । কিন্তু সোমবারের ওপেনিংটা সেভাব ভাল হয়নি ।
জানেন কি, ছবিটি মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে বিশ্বব্যাপী মোট ৪০০ কোটির বেশি অর্জন করে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে । উল্লেখযোগ্যভাবে, "লিও" চতুর্থ দিনে বিশ্ব বক্স অফিসে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত মার্টিন স্কোরসেসের "কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন" কেও ছাড়িয়ে গিয়েছে ।