Bollywood on Lata's Death : না ফেরার দেশে লতা, শোকপ্রকাশ হেমা মালিনী, অক্ষয় কুমার, ভূমি পেডনেকরদের

Updated : Feb 06, 2022 13:51
|
Editorji News Desk

না ফেরার দেশে চলে গিয়েছেন কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । রবিবার, ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । সুর সম্রাজ্ঞীর প্রয়াণে দেশজুড়ে নেমেছ শোকের ছায়া । টুইটে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বলিউড (Bollywood) তারকারাও শোকপ্রকাশ করেছেন ।

অক্ষয় কুমার (Akshay Kumar) ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ আমরা কীভাবে তাঁর সুরেলা কণ্ঠ ভুলতে পারি । 'মেরে আওয়াজ হি পহেচান হ্যায়', 'ঘর ইয়াদ রহে'… এবং এরকম গান, তাঁর কন্ঠ কে ভুলতে পারে । লতা মঙ্গেশকর জির প্রয়াণে আমি গভীরভাবে শোকহত । আমার সমবেদনা ও প্রার্থনা রইল । ওম শান্তি ।’

শোকপ্রকাশ করেছেন হেমা মালিনী (Hema Malini) । তিনি বলেন, লতা মঙ্গেশকর একজন বড় শিল্পী । আমি ২০০টি ছবিতে কাজ করেছি এবং ভাগ্যবান যে তাঁর গাওয়া হিট গানে আমি পারফর্ম করতে পেরেছি । তাঁর মতো কেউ গান গাইতে পারে না । তিনি খুব স্পেশাল ছিলেন । তাঁর মৃত্যু খুবই দুঃখজনক ।

সুরকার বিশাল দাদলানি (Vishal Dadlani) টুইটে লেখেন, "গত ইন্ডিয়ান আইডলের সিজনে তিনি আমাকে ফোন করেছিলেন । গান নিয়ে তিনি আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন । সেই কথা আমার বারবার মনে পড়লে আমি ভেঙে পড়ছি । লতা মঙ্গেশকর জি আমাকে এবং ভারতের প্রতিটি সঙ্গীতশিল্পীকে শিখিয়েছেন এবং তার জন্য আমি কৃতজ্ঞ ।"

'বাধাই দো' খ্যাত ভূমি পেডনেকার (Bhumi Pednekar) লেখেন, "একটি অত্যন্ত দুঃখজনক দিন । আমাদের সকলের জন্য, তাঁর ভক্তদের জন্য একটি বিশাল ক্ষতি । আপনার অবদান চিরকাল থেকে যাবে । পরিবার এবং বিশ্বজুড়ে তাঁর সমস্ত ভক্তদের প্রতি আমার সমবেদনা । ওম শান্তি । "


ইন্ডিয়ান আইডল বিজয়ী এবং গায়ক অভিজিৎ সাওয়ান্ত (Avijit Sawant) বলেছেন, "লতা দিদি সম্পর্কে আমার আবেগ এবং অনুভূতি প্রকাশ করা খুবই কঠিন । আমি তাঁকে সরস্বতী মায়ের মতো পুজো করেছি । আমি আমার জীবনে প্রথম যে গানটি শিখেছিলাম, তা ছিল লতা দিদির "মাই রি" গানটি । আমি তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে অনেকবার দেখা করেছি । এটা আমার ব্যক্তিগত ক্ষতিও।"

প্রযোজক বনি কাপুর (Bonney Kapoor) শোকপ্রকাশ করেছেন । তাঁর ও শ্রীদেবীর সঙ্গে লতার ছবি শেয়ার করেছেন টুইটারে । লিখেছেন, ‘লতা মঙ্গেশকর আর নেই একথা যেন বিশ্বাস করতে পারছি না । তিনি এমন অনেক গান রেখে গিয়েছেন, যা ভবিষ্যত প্রজন্মের জন্য রত্ন হয়ে রইল । তাঁর আত্মার শান্তি কামনা করি । পরিবারের জন্য সমবেদনা ।’

‘বাহুবলী’ অভিনেত্রী তমান্না ভাটিয়া টুইটারে লিখেছেন, ‘আমরা আজ একজন কিংবদন্তিকে হারালাম। সত্যি একটা যুগ যেন শেষ হয়ে গেল। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

Hema MaliniBollywoodBhumi PednekarLata MangeshkarVishal DadlaniAkshay Kumar

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ