'মিঠাই'শেষ হওয়ার খবরে এমনিতেই মন খারাপ দর্শকদের । এরই মধ্যে এল ধারাবাহিক নিয়ে নতুন আপডেট । 'মিঠাই' ধারাবাহিকের শেষ সম্প্রচার নিয়ে জল্পনা একটা ছিলই । জানা গিয়েছিল, ১১ জুন 'মিঠাই'-এর শেষ সম্প্রচার । কিন্তু, 'মিঠাই' দর্শকদের জন্য খারাপ খবর । ১১ জুন নয়, বরং আরও দু'দিন আগে শেষ হয়ে যাচ্ছে 'মিঠাই' ।
৯ জুন ধারাবাহিকের শেষ সম্প্রচার । অর্থাৎ শুক্রবারই বাঙালির ড্রয়িংরুমে শেষবারের মতো দেখা যাবে মোদক পরিবারকে । হল্লা পার্টির হল্লা আর দেখা যাবে না ৯ তারিখের পর থেকে । মনোহরায় যবনিকা পড়বে আর মাত্র দু'দিনেই । শেষের দিকে টিআরপি কমে গেলেও জনপ্রিয়তা কমেনি । বাঙালি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে 'মিঠাই'।
জানা গিয়েছে, ১০ আর ১১ জুন খেলনা বাড়ির ১ ঘণ্টার মহা এপিসোড। সন্ধে ৬টা থেকে ৭টা। তাই মিঠাইকে শেষ করে দেওয়া হচ্ছে শুক্রবারই। খবর প্রকাশ্যে আসতেই এখন ক্ষোভে ফুঁসছেন দর্শকরা ।