হলিউডে মার্ভেল ইউনিভার্স, ডিসি ইউনিভার্স এবং বলিউডে রোহিত শেঠির কপ ইউনিভার্সের মতোই তৈরি হয়েছে আরও এক ইউনিভার্স। নাম 'পুনর্জন্ম ইউনির্ভাস'। ইতিমধ্যেই যার এক একটি পর্ব ঝড় তুলেছে দর্শকদের মনে।
গত বছরের শেষভাগে 'পুনর্জন্ম ৩' মুক্তির পর থেকেই অন্তিম পর্বের অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এর মধ্যেই খুশির খবর দিলেন নির্মাতা ভিকি জাহেদ। নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, পুনর্জন্ম ইউনির্ভাসের অন্তিম পর্ব আসছে। ইদের সময় মুক্তি পাবে এই ছবি।
গল্পের মূল চরিত্র শেফ রাফসন হক তথা আফরান নিশো। যাকে ঘিরে গোটা সিরিজ। আফরান নিশো ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।
‘পুনর্জন্ম’র প্রথম ছবি মুক্তি পায় ২০২১ সালে। দুটি পর্বের পর মুক্তি পায় 'শুক্লপক্ষ'। যার মাধ্যমে পুনর্জন্ম ইউনিভার্সের নতুন কিছু চরিত্রের জন্ম হয় যা পোক্ত করে পুনর্জন্মের গোটা সিরিজটিকে। এরপর মুক্তি পায় 'পুনর্জন্ম ৩'। এবার সেই গল্পেই ইতি টানবে 'পুনর্জন্ম' অন্তিম পর্ব।